প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ১২:১৩:৪০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এমএ মান্নান বলেছেন, পুরোনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর থাকবে না। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই। সবই চলে যাবে কার্ডে এবং মেশিনসহ নানা সিস্টেমে এবং অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।
শনিবার বেলা ১১ টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়াল উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ব্যাংকের অনিয়ম অন্যায় প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়, আবার কিছুটা সত্যতাও রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণও কমছে বলে মন্তব্য করেন তিনি।
ম্যুড়াল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুৃনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী,মন্ত্রীর রাজনৈতিক সচিব মো. আবুল হাসনাত,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।