• সভা/সেমিনার

    ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ১১:০৯:৪২ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ যোবায়ের হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুবর রহমান খোকন, প্রবীর কুমার রায়, মহিলা বিষয় সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, এনএসআই’র যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

    সভায় জেলার আইনশৃংখলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয়।

    আরও খবর

    Sponsered content