প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ১২:৫০:১৯ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও মাহমুদ আহসান হাবিব॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে (বিডি হলে) দিনব্যাপী এ মেলাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মোট ১৮ টি দল তাদের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।