• করোনা ভাইরাস নিউজ

    ঠাকুরগাঁওয়ে পৌছেছে করোনা ভ্যাকসিন

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ১০:০৪:২৮ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ মহামারী করোনার ভ্যাকসিনের ৪ হাজার ৮শ টিকা পৌছেছে ঠাকুরগাঁওয়ে।

    রোববার সকাল ৯টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর একটি গাড়িতে করে নিয়ে আসা হয় এসব ভ্যাকসিন। এসময় সিভিল সার্জনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন ভ্যাকসিনগুলো বুঝে নিয়ে আধুনিক সদর হাসপাতালের ষ্টোর রুমে সংরক্ষন করেন।

    সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান জানান, ঠাকুরগাঁও জেলার জন্য প্রথম পর্যায়ে ৪ হাজার ৮শ ভায়াল ভ্যাকসিন পৌছেছে। সিভিল সার্জনকে সভাপতি করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যদের নিয়ে ছয় সদস্য বিশিষ্ট্য করোনা ভ্যাকসিন রিসিভ কমিটি রয়েছে। সেই কমিটি ভ্যাকসিনগুলো রিসিভ করেছে। প্রতিটি ভায়াল থেকে ১০জনের মাঝে ভ্যাকসিন প্রদান করা যাবে। অর্থাৎ ভ্যাকসিনের এ ভায়াল থেকে জেলার ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে।

    এ জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সংশ্লিস্টদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলে জানান সিভিল সার্জন।

    0Shares

    আরও খবর

    Sponsered content