প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১:১৫:১৩ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ ঠাকুরগাঁওয়ে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পরিসংখ্যান কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক আবু সালেহ মো: রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন জোনাল অফিসাির ২৭ জন, উপজেলা স্বমন্বয়কারী কর্মকর্তা ২ জন, জেলা
স্বমন্বয়কারী কর্মকর্তা এক জন।