প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৭:৪৯:৫০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মানব পাচারকারী আনছার আলী স্থানীয় সাংবাদিক মাসুদ (৩০) কে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় জিডি দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংবাদিক মাসুদ আহমদ তালুকদার (৩০) হত্যার হুমকি দিয়েছে আনছার আলী আনাছ নামের এক মানব পাচারকারী।
অভিযোগ পত্র থেকে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুস সোবহান এর ছেলে সাংবাদিক মোঃ মাসুক আহমদ তালুকদার (৩০) ও একই গ্রাম নিবাসী মৃত মোঃ মনাফ উল্লাহ ওরফে মনা উল্লাহর ছেলে মানব পাচারকারী মোঃ আনছার আলীর পরিবারের লোকজন এর মধ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। বিগত ২৫ শে জানুয়ারী সন্ধ্যা প্রায় ৭ ঘটিকার সময় সাংবাদিক মোঃ মাসুদ আহমদ তালুকদার (৩০) স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারস্থ ডাঃ রুবেল মিয়ার ফার্মেসীর সামনে ছিলেন। এই সময় মাসুদ আহমদ তালুকদার (৩০) কো কথিত মানব পাচারকারী মোঃ আনছার আলী অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে মাসুদ আহমদ তালুকদার প্রতিবাদ করলে উভয় এর মধ্যে বাকবিতন্ডায় শুরু হলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সাময়িক ভাবে নিষ্পত্তি করলেও চলে যাওয়ার সময় মানব পাচারকারী আনছার আলী সুযোগবুঝে মাসুদ আহমদ তালুকদারকে হত্যা করবেন বলে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে সাংবাদিক
মাসুদ আহমদ তালুকদার জগন্নাথপুর থানায় জিডি করেছেন ( জগন্নাথপুর থানার জিডি নং ১০৫০ তারিখঃ ২৬/১/২০২১ ই)।
এ ব্যাপারে সাংবাদিক মাসুদ আহমদ তালুকদার বলেন, আনছার আলী একজন মানব পাচারকারী। সে মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সাংবাদিক মাসুদ আহমদ তালুকদার নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।