প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ১:১৪:২৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে নির্যাতন মামলার আসামী দিলদার (৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শফিকুল ইসলাম ও এএসআই মুক্তার হোসেন এর নেতৃত্বে এক দল পুলিশ গতকাল ৭ ই জানুয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম নিবাসী মন্তাজ উল্লার ছেলে আদালত কর্তৃক নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সৈয়দ দিলদার আলীকে গ্রেফতার করেন। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামী সৈয়দ দিলদার আলী (৩৮) কে ৮ ই জানুয়ারী সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এছাড়াও জগন্নাথপুর ও দিরাই থানা পুলিশের যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম আলীকে গ্রেফতার করা হয়েছে। সে দিরাই উপজেলার পেরুয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রাম এলাকায় বসবাস করে আসছিল।
Notifications