প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ৫:৩৭:৫৪ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ৬ ঋতুর দেশ হলেও সাধারন মানুষের কাছে ২টি ঋতুই সবচাইতে বেশী পরিচিত। আর তার হচ্ছে শীত ও গ্রীষ্ম। গরমের আগমন যেমন মানুষকে করে আনন্দিত তেমনি গরমের দাবদাহ করে মানুষকে বিচলিত ও সমস্যা গ্রস্ত। একই সাথে শীতের আগমনে মানুষের মধ্যে বিচরন করে নানা রকম স্বপ্ন, পিঠার ও শীতের সব্জির আমেজ। কিন্তু যখন শীতের আগমন গভীর বা তিব্র হয় তখন সকল আনন্দকে তুচ্ছ করে মনে আসে যন্ত্রনা ও সকল কাজে অলসতা। শীতের কষ্ট আর গরীব ও বস্ত্রহীন মানুষদের কথা তো সকলেরই যানা আছে। ঠিক বর্তমানেও শীতের মাত্রা ও শীতের প্রকোপ হটাৎ করে ঘনিয়ে আসে যার ফলে বিরাজ করছে শীতের ঠান্ডার চাপ। বিপদ গ্রস্ত দেশের সর্বত্র সর্ব শ্রেনী পেশার মানুষগুলো। তেমনি বাংলাদেশ নদীমাতৃক দেশ আর চাঁদপুর জেলা নদীর জন্য বিখ্যাত। যার ফলে শীতের তাপ ও চাপ বেড়েই চলেছে দ্রুত ও গভীর ভাবে। গত ২দিন যাবত শৈত্য প্রবাহের ও গভীর কুয়াশার কারনে সূর্যের দেখা মেলে অল্প সময়ের জন্য। যার ফলে কুয়াশা ও শীতের চাপের কারনে সাধারন মানুষদের মধ্যে বিরাজ করছে নানা সমস্যা। শীতের মধ্যে সকলের প্রতি আকুল আবেদন গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে নিজ নিজ সামর্থ্য ও উদ্যোগ অনুযায়ী গরম পোশাক বিতরন করার জন্য।