প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৮:২০:৪৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। ভাটিপাড়া শাপলা সংঘের টুর্নামেন্টের মাধ্যমে একদিন এই হাওর অঞ্চলে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।
শনিবার রাত সাড়ে ৮ টায় ভাটিপাড়া শাপলা সংঘের আয়োজিত দ্বৈত বেড মিন্টন ফাইনাল ম্যাচের উদ্বোধনকালে দিরাই উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন এসব কথা বলেন।
ফাইনাল ম্যাচে আলমগীর দল ও রুকুজ্জামান দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ ম্যাচে রুকুজ্জামান দলকে পরাজিত করে জয়ী আলগীরের দল ।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন , সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। যারা এই হাওর পাড়ে এতো সুন্দর খেলা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
সংগঠননের সহ -সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে ও লুৎফর রহমান লাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, – দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, সহ আরো অনেকেই। ভাটিপাড়া শাপলা সংঘের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, এসময় উপস্থিত ছিলেন, ভাটিপাড়ার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম দীপ, ক্রীড়া ব্যাক্তিত্ব আলগীর তালুকদার, ইউপি সদস্য রুহেল তালুকদার, শাপলা সংঘের অন্যতম সদস্য জুয়েল নূর, আফাজ নূর,দিরাই মহিলা ফুটবল দলের পরিচালক রাকিব আহমেদ, রিফিজুল সহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সুধীজন।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন- ক্রীড়া ব্যাক্তিত্ব বাবুল চৌধুরী৷
পরে আগত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
উল্লেখ : ভাটিপাড়া শাপলা সংঘ হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করা হয়,। প্রতি বছরের ন্যায় খেলাধুলা ছাড়াও অবহেলিত হাওর পাড়ের জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।