প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ১১:২১:৫০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির আশু রোগমুক্তি কামনায় সনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের আহবয়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা কৃষক লীগের যুগ্ম আহŸায়ক জুনেদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন।
সভায় করোনায় আক্রান্ত বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের আরপিন নগর জামে মসজিদের মোয়াজ্জিম হাফিজ গোলাম সারোয়ার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য ছালমা আক্তার চৌধুরী, কামরুল হাসন চৌধুরী মোমেন, আনোয়রুল হক, আবু তাহের, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহজাহান মিয়া, নুরুল আমিন, এরশাদ মিয়া, শাহ আল দেলোয়ার প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা গ্রহণ করছেন।