• লিড

    কানাইঘাটে ১৯৩ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্র‍য়ন প্রকল্পের ঘরের কাগজপত্র হস্তান্তর

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৮:৫৩:৪২ অনলাইন সংস্করণ

    কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (২৩জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে গনপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দরিদ্র ও আশ্রয়হীন ১৯৩টি গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও দলিল হস্তান্তরের জন্য তিনি নির্দেশ দেন প্রশাসনের কর্মকর্তাদের। সেই সাথে

    কানাইঘাট উপজেলা প্রশাসনের হলরুমে “শেখা হাসিনার অঙ্গিকার মুজিববর্ষের উপহার” গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি ও দলিল তুলে দেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

    এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে কানাইঘাট উপজেলার সহকারী ভূমি আবিদা সুলতানার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট জকিগঞ্জের এ,এস,পি সার্কেল আব্দুল করিম, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম,কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হুসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হুসেন চতুলী, ৩নং দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হুসেন কাজল, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমেদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,কানাইঘাট থানার তদন্ত অফিসার জাহিদুল, ৬নং সদর ইউপির আওয়ামিলীগ নেতা তাজ উদ্দিন,ছাত্রলীগ নেতা আফজাল হুসেন মিজান প্রমূখ।
    সারা দেশের মোট ৬৬হাজার ১শত ৮৯টি পরিবারের মধ্যে কানাইঘাটে ১৯৩টি ঘরের চাবি ও দলিল কানাইঘাটের ভূমিহীন ও গৃহহীন বিভিন্ন ইউপির গৃহ কর্তাদের বুঝিয়ে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content