প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২১ , ৯:০২:০৬ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউপির বেশির ভাগ বিবাহ গুলো বাল্যবিবাহ হয়ে থাকে। যা উপজেলা প্রশাসন কে ফাকি দিয়ে এ বিবাহ কাবিননামা রেজিস্ট্রার করে থাকেন। আর এগুলার মূল হোতা কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির অতিরিক্ত দায়িত্বে থাকা কাজি কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আব্দুল কাদির।
জানা’যায় গত কয়েক মাস থেকে ৬নং সদর ইউপির নিজস্ব কাজী না থাকায় অতিরিক্ত কাজীর দায়িত্ব পালন করে আসছেন কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামের মৃত-আব্দুল লতিফের পুত্র আব্দুল কাদির। এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জন্ম নিবন্ধনে বয়স কম থাকলে ও জালিয়াতি করে কাবিন রেজিস্ট্রার করেন এবং কেউ যদি তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং মোবাইক ফোন বন্ধ রাখেন এছাড়াও তিনি বিভিন্ন সময় মানুষ কে নানা ধরনের হুমকিসহ হয়রানি করে থাকেন।
এমন কি তিনি নিজের অবৈধ সার্থ হাসিলের জন্য ৬নং সদরের কাজীর কাজটি বহাল রাখতে পৌরসভার নাগরিক হয়ে ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতে না পারায় তিনি ৬নং সদর ইউপির ৫নং ওয়ার্ডের আগফৌদ গ্রামের ভোটার হয়েছেন তা ও আবার অবৈধ কাগজপত্র দিয়ে। আব্দুল কাদিরের কাছে কানাইঘাটের একজন ব্যাক্তি পরিচয় গোপন রেখে একটি বাল্যবিবাহ দেওয়ার কথা বললে এক পর্যায়ে ঐ ব্যাক্তি আইনের বাধাগ্রস্ত না হওয়ার জন্য তার কাছে আশ্রয় চাইলে সে কানাইঘাট থানা কে নিজের পকেটে রাখেন বলে জানান। পরে তিনি ঐ বিষয়টি ও অস্বীকার করেন।
এ বিষয়ে আব্দুল কাদিরের সাথে ৬নং সদরে বাল্যবিবাহ গঠনের কথা জানতে চাইলে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে নিজের বর্তমান অবস্থান পৌরসভার ধনপুর গ্রামের কথা ও অস্বীকার করেন এবং পরদিন দেখা করতে বলে ফন কেটে দেন পরে আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চাইলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ফলে আর যোগাযোগ করা সম্ভব হয় নি।