প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:১৪:১৯ অনলাইন সংস্করণ
সিনিয়র স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সুনামগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান হটাৎ করেই দিরাই ঝটিকা সফরে এসেছেন।
নিজ জন্মভূমি দিরাই’য়ে বরাবরই উপেক্ষিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান!
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন নিন্দিত’দের কাছেই নন্দিত হতে চলেছেন তিনি!
প্রাথমিক ভাবে এমপি ড. জয়া সেনের মনোনীত প্রদীপ রায়ের ছোট ভাই বিশ্বজিৎ রায়ের পক্ষে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোশাররফ মিয়ার বিরুদ্ধে ট্রিপল হত্যা মামলার ট্রাম্প কার্ড ব্যবহার করে নৌকার টিকিটের জন্য বিশ্বজিৎ রায়’কে মনোনীত করায় সেন বলয়ের নেতাদের দ্বারা সম্মানিত হলেন!
সেন বলয় তথা প্রদীপ রায় গংদের শতভাগ পক্ষে কমিটি গঠনের ভুমিকায় থাকলে হয়তো এ সম্মাননা আরও অব্যাহত থাকবে!
আর কমিটি গঠনের পরেই হয়তো যেই লাউ সেই কদু” আবার তিনি উপেক্ষিত হবেন যদি তিনি নিজের লোক ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে সাময়িক মূল্যায়ন দেখে সিদ্ধান্ত নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দৈনিক ভাটি বাংলা ডটকম কে, তিনি আরও বলেন বাবু সুরঞ্জিত সেন গুপ্তের প্রয়ানের পরে উপ নির্বাচনে মতিউর রহমান প্রার্থী হতে চাইলে তখন প্রদীপ রায় এর নেতৃত্বাধীন দিরাই উপজেলা আওয়ামী লীগ রেজ্যুলিউশনে জেলা সভাপতির নামই দেননি। এখন আলহাজ্ব মতিউর রহমান এর প্রতি কমিটি গঠন’কে সামনে রেখে বিলেতি নেতার মাধ্যমে সাময়িক মূল্যায়ন কমিটি আদায় করেই উবে যাবে, যারা প্রদীপ রায় কে চিনেন জানেন এটা তাদের অভিমত।
দিরাই’য়ে আলহাজ্ব মতিউর রহমান এর আগমনের ফলে মতিউর রহমান অনুসারী হিসেবে পরিচিত সর্বজন শ্রদ্ধেয় আলতাব উদ্দিন মাস্টারের নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মী’রা উজ্জীবিত হয়েও চিন্তার রেখা ভর করেছে তাদের!
এই প্রথম দিরাই এসে সেন পরিবারের বিশ্বস্ত অনুসারী দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এর বাসায় রাত্রিযাপন ও আতিথেয়তা গ্রহণ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রদীপ রায় তথা এমপি ড জয়া সেনের অনুসারীদের ভাগিয়ে নেওয়ার চেষ্টা তথ্যের কানাঘুঁষা নিরব ক্ষোভের ও উত্তেজনা ছড়াচ্ছে দিরাই’র রাজনীতির অঙ্গনে।
দলীয় কার্যালয়ের সামনে কর্মী সভায় বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান এর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সেন বলয়ের নেতাদের মাঝে-ও!
উনি বক্তৃতায় অনেক কথার ফাঁকে
বলেছেন- হাওর এলাকায় অনেক সমস্যা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনেকটা পিছিয়ে রয়েছে। সবাই মিলে একসাথে কাজ করে উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
এছাড়াও মতিউর রহমান বলেন, আমাদের দলে অনেক দুর্বলতা রয়েছে। দলের নেতারা অনেক সমস্যা নিয়ে আমার সাথে কথা বলেন।
দিরাই’র সব কিছু আছে কিন্তু সঠিক মাঝির অভাবে অনেক কিছুই ঠিক নেই!
এই বক্তব্যে চলছে কানাঘুঁষা! কৌশলগত কারণে প্রদীপ রায় এর অনুসারী’রা নিরবতা পালন করলেও ক্ষোভ প্রকাশ করছেন নিজ বলয়ের সাথে এমনটা জানিয়েছে একজন যুবলীগ নেতা!
তবে সবকিছু চাপিয়ে সদ্য পরাজিত মেয়র মোশাররফ মিয়ার বলয়ের বিশাল সংখ্যক নেতাকর্মীদের কাউকে সেখানে দেখা যায়নি।
এছাড়াও আলহাজ্ব মতিউর রহমান তার দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এবং টেলিফোন বাজারের মতবিনিময় সভার বক্তব্যে বলেন- দলের সবাইকে নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন অনেক কিছু পরিস্কার করে দিয়ে গেছে। কারা ব্যবসার জন্য দল করে, আবার কারা দলে থেকেই বিরোধিতা করে তাদের মুখোশ উন্মেচন হয়েছে।
আগামী কমিটিতে ব্যবসায়ীদের বিদায় করে ত্যাগীদের মুল্যায়ন করা হবে। নৌকার পক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষে যাদের অবস্থান তাদের পুরুস্কৃত করা হবে।
আজ শনিবার বেলা ২ টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে এবং বিকেলে মোটরযান শ্রমিকদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিরাই’র সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওযামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, টেলিফোন বাজারের মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ ও দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, সিলেেট জেলা যুবলীগ নেতা রেদোয়ান মাহমুদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও দিরাই’য়ের মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – নবনির্বাচিত পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, যুবলীগ নেতা মকসদ আলম প্রমুখ।