• সংবর্ধনা / উদ্বোধন

    অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় আব্দুর রহিম তালুকদার কে সম্মাননা প্রদান

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৫:২৭:০৩ অনলাইন সংস্করণ

    সজিব রশিদ চৌধুরী,সিলেট থেকে: শিক্ষা মন্ত্রনালয়ের অধীন a2i কতৃক জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় এবং সিলেট বিভাগের বিজ্ঞান বিষয়ের উপর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারী অর্থায়নে থাইল্যান্ড ট্রেনিং এর জন্য মনোনীত হওয়ায় নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী শিক্ষক (গণিত) এমসি কলেজ গণিত বিভাগের সাবেক মেধাবী ছাত্র,’সিলেট মঞ্চ’ নাগরিক সেবা পরিষদের বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম তালুকদার কে ফেভার হেলথ এন্ড এডুকেশন সার্ভিসেস এর পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আধুনিক শহর উন্নয়নে রূপকার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।

    উপস্থিত ছিলেন ফেভার হেলথ এর সিলেট বিভাগের কর্ডিনেটর সমাজকর্মী এম এ হাফিজ চৌধুরী,সিলেট মহানগরের কর্ডিনেটর সমাজসেবক মুকিত তুহিন,ইউরোপ প্রবাসী শাহিন হান্নান,সিলেট জেলা কর্ডিনেটর মো: সাব্বির হোসেন প্রমুখ ।

    আরও খবর

    Sponsered content