• মুক্ত কলাম

    ৭-৩১ জানুয়ারি-২০২১, শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৭:২২:৪০ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। আগামী ৭ জানুয়ারি ২০২১ থেকে শুরু হচ্ছে শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনী। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
    শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী কার্যালয় মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (০১৭১১১৫৪৬৮২) ঠিকানায় প্রদর্শনী চলবে দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
    পাঠকরা ৩০-৫০% ছাড়ে শিশুতোষ, ইতিহাস, সংস্কৃতি, কবিতা, সামাজিক সমস্যা, রাজনীতি, ধর্ম, প্রবন্ধসহ প্রভৃতি বই ক্রয় করত পারবেন। করোনা কালীন  সময়ে সকল স্বাস্থবিধি মেনে আয়াজনটি করা হচ্ছে।
    শ্রীহট্ট প্রকাশ-এর কর্ণধার জিবলু রহমান তাদের উদ্যোগ সফলে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    (জিবলু রহমান)
    সত্ত্বাধিকারী
    শ্রীহট্ট প্রকাশ।
    মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া সিলেট।
    মোবাইল-০১৮১৯৪২৫৮৮৩।
    #বিজ্ঞপ্তি

    আরও খবর

    Sponsered content