• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জে স্কুলের দপ্তরীকে গাছে বেঁধে পেটানো সেই যুবলীগ নেতা জামালগঞ্জ থেকে গ্রেফতার

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২০ , ৬:২৩:২২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।।  সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পাওনা টানা না পেয়ে জামিনদার স্কুলের দপ্তরীকে গাছে বেধে পেটানো বহিষ্কৃত সেই যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
    এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। ’ প্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে গত ৬ ডিসেম্বর রবিবার জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমেদকে গাছ গাছে বেঁধে মারপিট করে একই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়া। মারপিটের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর মঙ্গলবার নির্যাতনের শিকার ওই দপ্তরী মো. তোফায়েল আহমদ বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও
    মুক্তখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদ জামিনদার হিসাবে তার আপন চাচাতো ভাইয়ের জন্য টাকাগুলো নিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content