প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২০ , ১১:২৯:১২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামে সার্ভেয়ার দ্বারা নিজ বাড়ির জায়গার সীমানা নির্ধারন করতে গিয়ে পাশর্^বর্তী জুলুমবাজদের হুমকির ভয়ে প্রাণ বাচাতেঁ বাড়ি ছাড়া একটি নিরীহ পরিবারের লোকজন। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত ২২ নভেম্বর২০২০ইং দুপুরে হবতপুর গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে মো: আব্দুল গণির বাড়িতে।
জানা যায় দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়া পাশর্^বর্তী বাসিন্দা আনোয়ার হোসেন গংদের সাথে বিরোধ লেগে আছে।গত ২২নভেম্বর দুপুরে আব্দুল গণি তার নিজ বসত বাড়ির জায়গা যার দাগ নং ৪৫, মৌজা রসুলপুর, খতিয়ান নং-২৫১,পরিমান ১০শতক বসত ভ’মি সার্ভেয়ার দ্বারা মেপে সীমানা নির্ধারণ করতে গেলে পাশর্^বর্তী বাসিন্দারা দলবদ্ধ হয়ে তার উপর জোর জুলুম ও হামলা চালানোর চেষ্টা করে এবং আব্দুল গণিকে প্রাণে মারার জন্য হুমকি দেয়। হুমকির ভয়ে ঐ দিন সুনামগঞ্জ সদর মডেল থানায় আব্দুল গণি বাদী হয়ে একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(৪৫)ও আলী হোসেন(২৬), এবং ছবর আলীর ছেলে আবিদুর রহমান(২২)এবং হাফিজুর রহমান (২৫)সহ অজ্ঞাত নামা আরও ৩/৪জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করে কোন প্রতিকার না পেয়ে জীবনের নিরাপত্তা জন্য নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান আব্দুল গণি এতেও ক্রান্ত হয়নি জুলুমবাজরা। জানা যায় আব্দুল গনি বাড়িতে তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে বিবাদীরা । ঐ সমস্ত জুলুমবাজদের হাত থেকে মুক্তির জন্য আব্দুল গণি ও তার পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টিতদন্তকরে দেখা হচ্ছে।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৯.১২.২০২০