প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ১২:০২:০২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি ও ভাটি অঞ্চলের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের পরিচালনা পরিষদ।
দৈনিক ভাটি বাংলা ডটকম এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, ব্যবস্থাপনা সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ এনামুল হক এনাম, সম্পাদক ও প্রকাশক এবং সার্চ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ওয়াহিদুল ইসলাম প্রমু।
এক অভিনন্দন বার্তায় বলেন, ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার সুনাম ও ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সিলেটের সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।