• আইন আদালত/সাজা

    সিলেটে ১১জন রোহিঙ্গা উদ্ধার! আদালতের আদেশে কক্সবাজারে স্ব-স্ব ক্যাম্পে ফেরত

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ৭:৫৮:২৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেটের
    দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার পূর্বক স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে ফেরত প্রদান হয়েছে বলে যানা গেছে।
    গতকাল ১৪/১২/২০২০খ্রি: সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের ভিত্তিতে এসআই শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন যমুনা মার্কেটস্থ মামুন বাস কাউন্টারের সামনে হইতে রোহিঙ্গা ভিকটিম ১। সুরত আলম (২৮), পিতা-মৃত নুর আহমদ, ক্যাম্প-২১, ব্লক-ষ্টেশন-৩, চাকমারকুল, পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। মোহাম্মদ আলম (১৮), পিতা-মো: হাসিম, ক্যাম্প-০২, ব্লক-এ-১১, বালুখালি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। আজিজুর রহমান (১৯), পিতা-ইমাম হোসেন, ক্যাম্প নং-০২, ব্লক-এফ, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। আসিক আরা (১৯), স্বামী-আজিজুর রহমান, ক্যাম্প নং-০২, ব্লক-এফ, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৫। কলিমা (১৮), পিতা-মোহাম্মদ হোসেন, ক্যাম্প-০২, ব্লক-জে৩, বালুখালি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। জামালিদা (১৯), স্বামী-নূরে আলম, ১নং ক্যাম্প, ব্লক-১৫, লাম্বাশিয়া, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৭। হাসিনা বেগম (২৫), স্বামী-ছালামত, ২নং ক্যাম্প, ব্লক-১০, লাম্বাশিয়া, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৮। জমিলা (০৯), ৯। রমিদা (০৮), ১০। রজিদা (০৫), ১১। মো: জাবেদ (০৩), সর্বপিতা-ছালামত, মাতা-হাসিনা বেগম, ২নং ক্যাম্প, ব্লক-১০, লাম্বাশিয়া, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার দেরকে আটক করেন।
    ভারতে তাহাদের আত্মীয় স্বজন রহিয়াছে বলিয়া জানায়। তাহারা ভারতে যাওয়ার জন্য কক্সবাজারস্থ স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্প হইতে কৌশলে পালিয়ে এসেছে।
    রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজারস্থ স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ আদালতের আদেশক্রমে উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদেরকে কক্সবাজার জেলাধীন উখিয়া স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে বুঝাইয়া দেওয়ার জন্য পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশ্যে ১৪/১২/২০২০খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকায় রওয়ানা দেওয়া হয়েছে। বিষয়টি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content