প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২০ , ৯:০১:৫৮ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
গতকাল রাত অনুমান ১৯:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার জনাব মোঃ মাইনউদ্দিন খান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১। আক্তার হোসেন (৩৫), পিতা- মৃত কালা মিয়া, সাং- বালচর (জনতা বাজার), থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর, বর্তমানে- ফেরিঘাট (শামীম মিয়ার কলোনী) দরিয়া শাহ (রহ.) মাজার রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম গাঁজা পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সহিত জড়িত। উক্ত আসামী ঘটনাস্থল মাদক দ্রব্য অর্থাৎ গাঁজা মজুদ করে রেখে ঘটনাস্থল এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।