• ত্রাণ বিতরণ

    ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষ থেকে জগন্নাথপুরে শীতের চাদর ও মাস্ক বিতরণ

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৪:৩২:৩৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সামাজিক সংগঠন ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর পক্ষ থেকে জগন্নাথপুরের দাওরাই মুজাহিরুল উলূম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা”র শিক্ষার্থীদের মাঝে শীতের চাদর ও মাস্ক বিতরণ করা হয়েছে।

    সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত স্বজনশ্রী গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর হাতে গড়া সামাজিক সংগঠন ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষ থেকে প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর সুযোগ্য সহধর্মিণী এই সংগঠন এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার নিজস্ব অর্থায়নে সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন ২০১০ সাল থেকে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এমনকি চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংকটকালীন মুহূর্তে কর্মহীন হত-দরিদ্র দিনমজুর, মধ্যবিত্ত পরিবারের লোকজন ও বিগত বন্যায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে অন্ন-বস্ত্র ও ঈদ উপহার সামগ্রী দিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর পক্ষে চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর অর্থায়নে ৪ ঠা ডিসেম্বর রোজ শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন এর অন্তর্ভুক্ত “দাওরাই মুজাহিরুল উলূম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা”র ২০ জন শিক্ষার্থীদের মাঝে শীতের চাদর ও মাস্ক বিতরণ করা হয়েছে।
    এসময় উপস্থিত ছিলেন ২ নং পাটলি ইউনিয়নের সমাজসেবক জনাব শাহজাহান সিদ্দিকী,জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাদ্রাসার শিক্ষক মাওলান লোকমান আহমদ সাহেব, মাওলানা আলিম উদ্দীন, মুফতী সমিউর রহমান ও মাওলানা ফজল আহমদ প্রমুখ।
    এ ব্যাপারে ” রহমান ফাউন্ডেশন, ইউকে” এর প্রতিষ্ঠাতা প্রয়াত শিল্পপতি আজিজুর রহমান তালুকদার এর সহধর্মিণী এই সংগঠন এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার বলেন, আর্থ মানবতার সেবার লক্ষে আমরা স্বামী – স্ত্রী মিলেমিশে ” রহমান ফাউন্ডেশন, ইউকে” নামক সামাজিক সংগঠন এর মাধ্যমে জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় মানব সেবায় কাজ করে যাচ্ছিলাম। এরই মধ্যে তিনি (স্বামী) পরলোক গমন করায় তাঁহার স্মৃতি স্মরণে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজস্ব অর্থায়নে সাহায্য সহযোগিতা করছি। আর্থ মানবতার সেবায় আজীবন কাজ করে যাব।

    আরও খবর

    Sponsered content