প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ২:৩৫:১৩ অনলাইন সংস্করণ
সিলেট প্রতিনিধিঃ– স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে রক্তাঙ্গন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
প্রতিষ্ঠা কালীন সময়কে স্মৃতি হিসেবে ধরে রাখতে ১৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ম বর্ষপূর্তি উদযাপন ও সেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করে সংগঠনটি।
ইন্সট্রাক্টর রেশমা জান্নাতুল রুমা ও কাজি জুবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ.এন.ইমরান।
প্রথমেই সংগঠনের সদস্য হাফিজ দেলওয়ার হুসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কার্যক্রম।
৫ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসএমপি সিলেটের আজবাহার আলি শেখ পিপি। ২০২১ সালের নতুন ক্যালেন্ডার উন্মোচন করেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, দক্ষিণ সুরমা থানা এসএমপি সিলেটের অফিসার ইনচার্জ আখতার হোসেন, ওমেন্স মেডিকেল সিলেটের ডিরেক্টর জাফর সাদেক চৌধুরী, রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থা’র উপদেস্টা রকিব আল মাহমুদ, সংগঠনের প্রতিস্টাতা সদস্য আফজাল হোসেন।
অতিথিদের বক্ত্যবের পূর্বে ২০২০ইং সনের পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২১ইং সনের নতুন কমিটি ঘোষণা করে নতুন দায়িত্বপ্রাপ্ত দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতি আহমদ আলমগীর সানি ও সাধারণ সম্পাদক শাকিল মাজহার রনি কে দায়িত্ব দিয়ে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রেজাউল হক মামুন, সুহেল আহমদ, আবুবক্কর চৌধুরী লিটন, সায়মন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন বায়েজিদ, অর্থ-সম্পাদক আদনান সাদেক, প্রচার সম্পাদক ইয়াসমিন সুলতানা মধু, সহ-প্রচার সম্পাদক রাহেল ইসলাম আলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারাবি জালাল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফজল আহমদ।
দেশের ভিবিন্ন প্রান্ত থেকে আসা সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানায় রক্তাঙ্গন পরিবারকে।
পাশাপাশি রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থা রক্তদান,সমাজসেবা,অসহায় মানুষের পাশে দাড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা ২৫ টি সেবামূলক সংগঠনকে ক্রেস্ট ও সম্মাননা জানায়। করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় ৫জন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।