• লিড

    মাদক দ্রব্যের অভায়াশ্রম জগন্নাথপুর, ধ্বংশের পথে যুব সমাজ

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২০ , ১১:১০:১৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।। মাদক দ্রব্যের অভায়াশ্রম জগন্নাথপুরে মাদকসেবি আর ছোট -খাটো মাদক ব্যাবসায়ীরা গ্রেপ্তার হলেও বড় বড় রাগব বোয়াল মাদক ব্যবসায়ীরা এখনো ধরা চোয়ার বাইরে। অতি সুকৌশলে তারা মদ ও গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে অত্র এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে দাবিত হচ্ছে।স্থানীয় প্রশাসনের কটোর অবস্থান আর ধরপাকড়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কিছু দিন গা ঢাকা দিয়ে থাকলেও ফের পূর্বের পেশায় নিয়োজিত রয়েছে।এমনকি মাদক ব্যবসা করার অপরাধে জেল খেটে ফিরে আসারও আবার মাদক ব্যবসা করছে। চুনাপুঁটি মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও রাগব বোয়াল মাদক ব্যবসায়ীরা এখনো ধরা ছোয়ার বাইরে।

    জানাযায়, সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার, জগন্নাথপুর পৌর এলাকা, চিলাউড়া বাজার,রসুলগঞ্জ বাজার, সৈয়দপুর বাজার, রানীগঞ্জ বাজার ও মোহাম্মদগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা মদ ও গাঁজা নামক মাদক দ্রব্য ফেরী করে হরহামেশা বিক্রি করছে। যার ফলে উঠতি বয়সী যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে।এমনকি তাদের শারীরিক ক্ষতি সাধিত হচ্ছে।
    এ ব্যাপাারে অত্র এলাকার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে কিছু দিন মাদকাসক্তের সংখ্যা কমলেও ফের বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বাজার এর অলিতে-গলিতে ফেরী করে মাদক ব্যবসায়ীরা ফেরী করে ব্যবসা করছে। মাদকসেবীরা গ্রেপ্তার হয় মাদক ব্যবসায়ী হিসেবে জেল খাটছে।আর রাগব বোয়াল অসাধু মাদক ব্যবসায়ীরা অতি সুকৌশলে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিদায় আগামী দিনের ভবিষ্যৎ যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত জগন্নাথপুর গড়তে পাইকারি বিক্রেতা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

    আরও খবর

    Sponsered content