• শুভেচ্ছা বাণী

    মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কবির আলী

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ৩:০৬:০৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর সহ দেশ বিদেশের সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন দোস্তপুর আবু সাঈদ স্পোর্টিং ক্লাব এর  প্রতিষ্ঠাতা, দোস্তপুর শাহজালাল (রঃ) যুব সংঘ’র প্রবাসী উপদেষ্টা, গ্লোবাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাষ্ট লিঃ এর আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট ডিভিশন সিটিজেন ফোরাম, ক্যাপটাউন সাউথ আফ্রিকার সহসভাপতি মোঃ কবির আলী।

    কবির আলী এক বিজয় শুভেচ্ছা বার্তায় বলেন  মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে. পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে।
    মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। জাতির গৌরবজ্জোল মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে
    মহান বিজয় দিবস।
    ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজাপ্রাণ এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী পাক হানাদার বাহিনির বিরুদ্ধে যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্য মাতৃভূমি বাংলাদেশ।
    আমি জগন্নাথপুর সহ দেশ বিদেশের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা।

    আরও খবর

    Sponsered content