প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২০ , ১১:১৯:০০ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিবঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম ও নাজির উদ্দিন নামে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে সীমান্তের ৩৬৭ পিলারের মানিকখারি এলাকায় দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ ভাবে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের কোয়ালীগড় ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর ৫টায় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭নং পিলারের নিকট এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
নিহত রবিউল ইসলাম ওই ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ৪নং কলোনীর আব্দুল মজিদের ছেলে। নাজির উদ্দিনের ঠিকানা পাওয়া যায়নি।
চেয়ারম্যান জানান, ভোরবেলা রবিউলসহ কয়েকজন বেতনা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রবিউলের পায়ে গুলি লাগলে পালিয়ে আসার চেষ্টা করে। স্বজনরা মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় রবিউল মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরনের কারণে রবিউল মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা যায়নি।