• লিড

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৭:৪১:২১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: উগ্রমৌলবাদি জঙ্গীবাদি হেফাজত ও জামায়াত শিবির কর্তৃক কুষ্টিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও তার মর্যাদা অক্ষুন রাখতে সুনামগঞ্জ জেলা পর্যায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের ডিএসরোড এলাকায়  সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গন এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট আরিফুল ইসলামর রুমেলের  পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন,সুনামগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ নিলিমা চন্দ্র, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরর  উপ পরিচালক ফরিদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী  মাহাবুব আলম,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈকত দাসসহ জেলা প্রশাসন ও জেলায় কর্মরত বিভিন্ন অফিস প্রধানগণ। প্রতিবাদ সমাবেশ জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, কুষ্টিয়াতে কিছু মৌলবাদি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি দেশীয় রাজনৈতিক চত্রছায়ায় ও আÍন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবে না। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশর উনন্নয়ন বিশ্বাস করে না। জাতির পিতার অবমাননাকারীরা দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের চেতনায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু মানেই চেতনা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, দেশের পতাকা ও স্বাধীন একটি  ভুখন্ড এর সাথে জড়িয়ে আছ বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। যতদিন পৃথিবীর মানচিত্র বাংলাদশর মুক্তিযুদ্ধের পক্ষ’র একজন মানুষ জীবিত থাকব  তত দিন জাতির জনকের অবদান চির অম্লান হয়ে থাকবে। কোনোভাবেই জাতির জনকের প্রতি কোনো ধরনের অবমাননা সহ্য করা হবে না বলেও হুশিয়ারী উচ্চারন করেন তারা।

    আরও খবর

    Sponsered content