• সভা/সেমিনার

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৬:১২:৫০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আয়োজনে ৬ই ডিসেম্বর রোজ রবিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহর এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। পরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, বকুল গোপ, জুবেদ খান, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, অর্থ সম্পাদক মুহিব উদ্দিন মাহবুব, উপ-প্রচার সম্পাদক আব্দুল বারিক, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, মুহিবুর রহমান লিটু, যুবলীগ নেতা আব্দুল মজিদ, সাবেক আহমদ, রাজিব আহমদ, জাকির হোসেন, জাবির আহমদ, রায়হান আলী শিবলু, কামাল হোসেন, আখলাকুর রহমান, আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ, মুহিবুর রহমান, আবুল কালাম, হাফিজুর রহমান ও রেজাউল করিম রেজা প্রমুখ।
    এসময় যুবলীগ এর অন্যান্য নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content