প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০ , ১১:৫৪:৩৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে চোরাকারবারী রুকন উদ্দিন (৩৫) কে ভারতীয় নাসির বিড়ি ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে র্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক দল।
সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল ২৯ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুবাজপুর নোয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী মৃত মোঃ কাঁচা মিয়ার ছেলে চোরাকারবারি রুকন উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেন। এসম তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২ লাখ ৩ হাজার ভারতীয় পাতার বিড়ি ও ৫০ হাজার পটকা (বিস্ফোরক) উদ্ধার করেন এবং জগন্নাথপুর থানায় হস্তান্তর করেন। আজ ৩০ শে ডিসেম্বর রোজ বুধবার জগন্নাথপুর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করেন। আদালত চোরাকারবারী রুকন উদ্দিন (৩৫) কে জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, র্যাব- ৯ সিলেট এর একটি অভিযানিক টিম চোরাকারবারী রুকন উদ্দিন (৩৫) কে অবৈধ নাসির বিড়ি ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। আজ ৩০ শে ডিসেম্বর রোজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।