প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২০ , ১২:৩৪:০১ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ)।। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় বেগম রোকেয়া দিবস উদযাপন করাহয়। কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি এই প্রতিপাদ্যে কে সামনে রেখে। ধোবাউড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে , সকাল ১০টায় র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে, ৯/১২/ডিসেম্বর বুধবার জাতীয় বেগম রোকেয়া দিবস ২০২০ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্নিমা কবিরাজ’ সহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা কর্মচারী প্রমূখ।