প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৩:২০:৫৭ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ) ময়মনসিং প্রতিনিধি: ধোবাউড়া উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ইউপি মেম্বার দের নিয়ে ইউনিয়ন প্রশাসন অবহিত করণ সভা উপজেলা পরিষদ হলরুমে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল১০টায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার দের নিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিত করণ কোর্স সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা হাসান,ভাইস চেয়ারম্যান আবুল ফজল,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক মিজানুর রহমান, ধোবাউড়ায় আসার পর প্রথমে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা হাসান,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন,শামসুল হক,এরশাদুল হক,জাকিরুল ইসলাম তালুকদার টুটন,ফজলুল হক,। এছাড়াও জেলা প্রশাসক করোনার ২য় ঢেউ মোকাবেলায় স্বেচ্ছাসেবক দের নিয়ে এক্সিকিউটিভ অনলাইন মতবিনিময় সভা ও ভূমি অফিস পরিদর্শণ, গোয়াতলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করবেন। টিচার দের নিয়ে মতবিনিময় সভা, ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও ইউপি নিয়ে,মতবিনিময় সভা, ইউনিয়ন উদ্যােক্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন।