• নির্বাচন

    দিরাই পৌরসভা নির্বাচনঃ যেখানে মেয়র মোশাররফ মিয়া সেখানেই জনতার ঢল

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ৬:২৪:০৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচন এবার নানান কারনেই বহুল আলোচিত।
    বিশেষ করে দিরাই পৌরসভার বর্তমান মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া অনেক সীমাবদ্ধতার মাঝেও দৃশ্যমান উন্নয়ন করায় ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে কর্মী বান্ধব ব্যবহার ও মনোভান জনপ্রিয়তা তুঙ্গে।
    স্বাভাবিকভাবেই পৌরবাসী ও নিজ দলের নেতাকর্মীরা আশায় বুক বেধে ছিলেন মেয়র পদে নৌকা প্রার্থী মোশাররফ মিয়াই থাকছেন!
    কিন্তু বহুমুখী আভ্যন্তরীণ ষড়যন্ত্র ও নানান সমীকরনে মনোনয়ন বঞ্চিত হন তিনি। মেয়রের নির্বাচনে আসা না আসা নিয়ে দেখা দেয় দোদুল্যমান অবস্থা।
    পরবর্তীতে ট্রিপল হত্যা মামলায় উচ্চ আদালতে জামিন নিয়ে আসলে এবং বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হলে কর্মী সমর্থকদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্যতা।
    ঢাকা থেকে এসে প্রথম দিন দিরাই বাজারে পৌঁছাতেই জনতার ঢল নামে মোশাররফ মিয়ার পক্ষে।
    ২৮ ডিসেম্বরের নির্বাচনে জগ চিহ্নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া যেখানেই যাচ্ছেন সেখানেই জনতার স্রোত জনসভায় রুপ নিচ্ছে।
    দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালকে একান্ত সাক্ষাৎকারে মেয়র মোশাররফ মিয়া বলেন- কোন ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবেনা। দিরাই পৌরসভাবাসীর সুখেদুঃখে পাশে ছিলাম ইনশাআল্লাহ ভোটাররা ২৮ তারিখ তাদের স্বতঃস্ফূর্ত রায় দিয়ে আবারও আমাকে নির্বাচিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    আমি আবার নির্বাচিত হলে দিরাই পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নিত করে আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে কাজ করে যাব।  তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সমর্থন ও ভোটে আবারও নির্বাচিত হয়ে দিরাই পৌরবাসীর সেবা করতে চাই।

    আরও খবর

    Sponsered content