প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২০ , ১:১৯:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে জমিয়তে ইসলাম মনোনীত খেজুর গাছ মার্কার মেয়র প্রার্থী মাওলানা লোকমান আহমেদের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ডিসেম্বর বিকাল ৩ টায় থানা পয়েন্টে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন- খেজুর গাছের প্রার্থীকে ২৮ তারিখে ভোট প্রদান করে বিজয়ী করে দিরাইয়ের রাস্তাঘাট, বিদ্যুত উন্নয়ন ঘটাতে, সামাজিক অবক্ষয়রোধ, দুর্নীতি, মাদক বন্ধ করতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রত্যেকটি ঘরে ঘরে নাগরিকদের অধিকার পৌঁছে দিতে একটি একটি করে আপনার সুনাগরিকের অধিকার আদায়ের ভোটটি একজন হাফিজে দিন ইসলামিক আদর্শে মানুষ গড়ার কারিগর হাফিজ লোকমান আহমেদকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান পথসভার প্রধান অতিথি সাবেক সাংসদ এ্যাডভোকেট মাওঃ শাহিনুর পাশা চৌধুরী।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাও: শফিকুল আহাদ, মাওঃ তৈয়বুর রহমান চৌধুরী, মাওঃ মাসরুর আহমদ কাসেমী, মাওঃ মাহবুবুল হক, মাওঃ আব্দুল কাহহার, মাওঃ আখতারুজ্জামান তালুকদার, মাওঃ মুতিউর রহমান, মাওঃ সৈয়দ রশিদ আহমদ, মাওঃ ইলিয়াছ আহমদ, মাওঃ এনামুল হক,মাও: শায়খ আব্দুল বছির, মাওঃ মুশতাক আহমদ, মুফতি সিরাজুল ইসলাম, হাঃ শিব্বির আহমেদ, মাওঃ মোহাম্মদ আলী, মাও: ছালিক আহমদ, মাওঃ জাবির হোসেন চৌধুরী ও যুব জমিয়ত, ছাত্রজমিয়তের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন প্রিয় নবীর প্রিয় গাছ খেজুর গাছ। আপনার আমার প্রিয় প্রার্থীকে খেজুর গাছ চিহ্নে ভোট দিয়ে ২৮ তারিখে জয়যুক্ত করুন।