প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৪:৪৯:১৫ অনলাইন সংস্করণ
মোঃ নাঈম তালুকদার, স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দিরাই সাংবাদিক ফোরামের সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- আরশ আলী, আছদ্দর মিয়া, নুর মিয়া (মাষ্টার), মাওলানা আব্দুল লতিফ, হরিধন দাস, দিগেন্দ্র দেবনাথ, নলীনি দেবনাথ, ভুপতি আচার্য্য, সতিশ আচার্য্য, কানু চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, মাহবুব চৌধুরী, জসিম চৌধুরী, দিপক দেবনাথ, পিন্টু দেবনাথ, রঞ্জু দেবনাথ, মানিক বিশ্বাস, বিশ্বজিত নন্দী, মতিলাল বিশ্বাস, মহিবুর চৌধুরী,স্বপন মিয়া, লাল মিয়া, ইকবাল আহমেদ,
নোমান আকন্দ, লিপসন, রিপন চৌধুরী, সাজু চৌধুরী সহ আরও অনেক।
মনোনয়ন পত্র জমা দিয়ে এ প্রতিনিধিকে ইয়াহিয়া চৌধুরী বলেন আমি ২য় নির্বাচনে এ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে ছিলাম।
আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে এই নির্বাচনে ওয়ার্ডের সাধারণ জনগণ এবারও আমাকে আবার কাউন্সিলর নির্বাচিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমি সবার দুয়া ও আশির্বাদ এবং সহযোগিতা প্রত্যাশি।