• নির্বাচন

    দিরাই পৌরসভার শেষ নির্বাচনী সভায় মোশাররফ মিয়ার আবেগঘন বক্তব্য

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২০ , ৯:৫৫:১৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার, মোঃ নাঈম তালুকদার।।  আজ দিরাই পৌরসভার অলিগলি বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচার মিছিল ও পথ সভায় সরগরম। সবকিছু ছাপিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়ার জগ মার্কার সমর্থনে বিশাল প্রচার মিছিলের পর দিরাই মুক্তিযোদ্ধা সত্তরে বিশাল পথ সভা দৃষ্টি কেড়েছে পৌর নাগরিকদের। জগ জগ, মোশাররফ ভাইয়ের জগ, জিতবে এবার জগ জগ, ২৮ তারিখ সারাদিন জগ মার্কায় ভোট দিন, নির্বাচনে প্রার্থী যারা মোশাররফ ভাই সবার সেরা ধ্বনিতে মুখরিত মিছিলের পর পথসভাও জগের শ্লোগানে মুখরিত।
    শতশত মানুষের উপস্থিতিতে দিরাই বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ধনীর রঞ্জন রায়ের সভাপতিত্বে ও সোহেল মিয়া ও রায়হান মিয়ার যৌথ সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মোশাররফ মিয়া, সভার অন্যতম আকর্ষণ সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান,  দিরাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিরাই বাজার জামে মসজিদের মুওয়াল্লি, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান  চৌধুরী এহিয়া, ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও কাউন্সিলর সুনু মিয়া, দিরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল চৌধুরী, ইস্কন সুনামগঞ্জ প্রতিনিধি হরিচরণ নিতাই দাস, যুবলীগ নেতা রায়হান মিয়া প্রমুখ।
    লোকেকোরণ্য পথ সভায় জগ প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া বলেন বিভিন্ন বাধা ও ষড়যন্ত্র ডিঙ্গিয়ে অনেক সীমাবদ্ধতার পরেও আমি অনেক উন্নয়ন করেছি কিন্তু কিছু লোক ব্যক্তি স্বার্থে আজ বক্তব্য দিচ্ছেন আমি না-কি কোনো উন্নয়ন করিনি।
    উপস্থিত জনতার উদ্দেশ্যে মেয়র মোশাররফ মিয়া বলেন আজকের এই সভার স্থান ছিলো আবর্জনার স্তূপ, এখানে আমি সংস্কার করে পাকা করেছি, মুক্তিযোদ্ধা সত্তর করেছি, মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রলির জন্য স্ট্যন্ড করেছি, এছাড়াও পৌরসভার এরিয়াতে আরও ৩ টি স্ট্যন্ড করেছি। ধলের রাস্তা থেকে পৌরভবনের সামন হয়ে রাধানগর রাস্তা মাটি কেটে পাকা করেছি। থানা রোড থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আধুনিক ডিভাইডার সহ সুদৃশ্য সড়ক দুই দ্বারে ড্রেনেজ নির্মাণ করেছি। নতুন পৌরভবন সহ প্রতিটি ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
    আমাকে মাইনাস করতে বহুমুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথমে মনোনয়ন বঞ্চিত পরবর্তীতে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, বন্ধু।
    আমি দীর্ঘ ৩ যুগের অধিক সময় ধরে রাজনীতি করে আসছি, আপনারা আমাকে চিনেন জানেন, আমি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখি এজন্য কিছু দুস্কৃতিকারী আমাকে হেয় করতে উঠেপড়ে লেগেছে।
    আমি আপনাদের ভোটেনির্বাচিত হয়ে ৫ বছর মেয়র হিসেবে রয়েছি, আমার জানা অজানা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী।
    আগামী ২৮ ডিসেম্বর জগ মার্কায় ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিন।

    আরও খবর

    Sponsered content