• নির্বাচন

    দিরাই পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থী বিশ্বজিৎ রায় বিজয়ী

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৩:২২:৫১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার বহুল আলোচিত সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে জয়ের মালা শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ্বজিৎ রায়ই পড়লেন।
    ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের বিশ্বজিৎ রায় পেয়েছেন ৫৯১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোশাররফ মিয়া
    জগ প্রতীকে পেয়েছেন ৫৭৫৭ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধান প্রতীকের প্রার্থী ইকবাল পেয়েছেন ১৯৬০ ভোট।
    চ্যালেঞ্জিং নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থী বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বিশ্বজিৎ রায়।
    ১৭ টি গ্রাম নিয়ে ১৯৯৯ সালে গঠিত দিরাই পৌরসভায় প্রতিবারই বৃহত্তর গ্রাম চন্ডিপুর থেকে মেয়র নির্বাচিত হয়ে আসছিলেন কিন্তু এবছর আ’লীগ অথবা বিএনপি থেকে কেউ মনোনয়ন পাননি। উপরোন্ত চন্ডিপুর গ্রাম থেকে আরও ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মনোনয়ন বঞ্চিত বর্তমান মেয়র মোশাররফ মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তীব্র লড়াই করে অবশেষে হার মানতে হলো।

    0Shares

    আরও খবর

    Sponsered content