• নির্বাচন

    দিরাই পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থী’কে জাসদের সমর্থন, লিফলেট বিতরণ

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৩:২৪:১৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। দিরাই পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ্বজিৎ রায়ের নৌকা মার্কার সমর্থনে দিরাই উপজেলা জাসদের এক কর্মী সভা থানা রোডস্থ জনতা রেস্ট্রুরেন্ট এ অনুষ্ঠিত হয়।
    উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আ’লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়ের প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিক ভাবে আ’লীগের দলীয় কার্যালয়ে স্থাপিত নৌকার নির্বাচনী অফিসে সাক্ষাতে মিলিত হোন জাসদ নেতৃবৃন্দ।
    সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এওর মিয়া প্রচার সম্পাদক বিকাশ রায় তাদেরকে স্বাগত জানান।
    পরবর্তীতে জাসদের পক্ষ থেকে দিরাই বাজারে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
    জাসদ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন আপনদের   দলে অল্প কিছু নেতা আছেন যারা দিনের আলোয় নৌকা আর রাতের আধারে অন‍্যকিছু! ওদের দিকে দৃষ্টি রাখেন নতুবা বিজয় কঠিন হবে। দিরাই জাসদ গত উপনির্বাচনে জয়াসেন গুপ্তা’কে সমর্থন দিয়ে নমিনেশন পত‍্যাহার করে উনার জন্য কাজ করলেও অধ্যাবদি আমাদের খোঁজ খবর নেননি কেউ। আমরা চাই এক হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনতার সামনে তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু কোনো অশুভ শক্তি কারণে আমাদের ডাকতে আপনাদের সামনে বাধাহয়ে দাঁড়ায়?
    ১৪ দলীয় জোটের শরীক হিসেবে আমাদের আহ্বান করলে মূল্যায়ন করলে আমরা পাশে থাকব, দিরাই’র উন্নয়নে একসাথে কাজ করে যাবো।

    0Shares

    আরও খবর

    Sponsered content