প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ৯:৩৫:৩৯ অনলাইন সংস্করণ
মিজানুর রহমান তালুকদার: স্টাফ রিপোর্টার:
কে বা কারা! তিন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করা করেছে ।ঘটনাটি দিরাই উপজেলার বরইতিয়র নতুন গ্রামে ঘটেছে।
অসহায় তিন পুকুরের মালিকের বক্তব্য আজ সকালে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে ভাসমান হয়ে আছে।পরে জানা যায় বিষ প্রয়োগ মাছ মারা হয়েছে।
গ্রামবাসীকে একত্রিত করে হাউমাউ করে কেঁদে তাদের ক্ষতির কথা জানান। এবং এলাকাবাসী সহ আইনের সাহায্য চান।ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক হলে ‘ শায়েস্তা মিয়া, আব্দুল আলী এবং জাহাল আলী।