প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ১০:০৭:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ নাঈম তালুকদার, স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ডাকে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় মেয়রের নিজ গ্রাম চন্ডিপুরে অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর জামে মসজিদের সামনের মাঠ অনুষ্ঠিত সভায় লোকে লোকারণ্য হয়ে জনতার ঢল পার্শ্ববর্তী স্কুলের মাঠ ছাড়িয়ে যায়।
দিরাই পৌরসভার সাবেক মেয়র আহমদ মিয়া’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন আলমের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিরাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান, মাওলানা নুর উদ্দিন, হাফিজ আকমল হোসেন, ওয়ারিছ আহমেদ, প্রমূখ। বক্তরা তাদের বক্তব্যে বলেন, আমাদের মেয়র মোশাররফ মিয়া একজন ক্লীন ইমেজের রাজনীতিবীদ, মেয়র মোশাররফ মিয়া দিন রাত এই পৌরবাসীদের জন্য কাজ করেছেন।
দল মত নির্বিশেষে দিরাই পৌরসভা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মেয়র মোশাররফ মিয়া’র বিকল্প নাই। মেয়র মোশাররফ মিয়া গ্রামবাসীর সামনে নিজের অনূভুতি প্রকাশ করে বলেন, আমার কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমি ও আমার পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করছে। ওরা আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটি নীল নকশা তৈরি করছে। আমি ও আমার ছেলেরা নির্দোষ। আমি আপনাদের দোয়ায় উচ্চ আদালত থেকে চল্লিশ দিনের জামিন নিয়ে এসেছি।
আমি আপনাদের পাশে থাকতে চাই। দলের নেতাকর্মী আমার সাথে আছে কয়েজন স্বার্থান্বেষী লোকজন ছাড়া।
মেয়র মোশাররফ মিয়া ও তার দুই ছেলে দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে ষড়যন্ত্র মূলক ভাবে দিরাইয়ের ত্রিপল হত্যা মামলায় আসামী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়াও বর্তমান মেয়র মোশাররফ মিয়ার বলেন আমাকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবেনা জনতার ভালো বাসায় নির্বাচনে লড়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে তিনি নির্বাচনে গ্রামবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।