• মানববন্ধন

    ঠাকুরগাঁওয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধন

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১০:১৩:১১ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ঠাকুরগাঁওয়ে তোয়াবুর হত্যার বিচার চেয়ে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন মৃত তোয়াবুর রহমানের বোন সামসুন নাহার, ছেলে সাব্বির হোসেন, মেয়ে তানিয়া সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা জমি সংক্রান্ত বিরোধের জেরে তোয়াবুর রহমান হত্যার আসামিদের ফাঁসির দাবি জানান।

    উল্লেখ্য, গত রোববার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মথুরাপুর উচ্চবিদ্যালয়ের পেছনে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের শহিদ হোসেনের লোকজনের হানে নৃশংসভাবে খুন হয় তোয়াবুর রহমান (৬০)। এ ঘটনায় নিহতের স্ত্রী খাইরুমা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় আট জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content