• নির্বাচন

    জনপ্রিয়তার শীর্ষে মাহফুজা ভানু-কে আবারও কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ড বাসী

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ২:৪৯:৫৬ অনলাইন সংস্করণ

    গাজী আসাদুজ্জামান রাকীব,বাকেরগঞ্জ প্রতিনিধি।। মহিলা কাউন্সিলর হিসেবে জনপ্রিয়তার শীর্ষে, আসন্ন বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচনে সংরক্ষিত ৪,৫,ও ৬নং কাউন্সিলর হিসেবে মাহফুজা বেগম ভানু- কে দেখতে চায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উৎস ও উদ্দীপনার মধ্যে দিয়ে এমনটা আশা প্রকাশ করেন।

    বাকেরগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত কাউন্সিল এবং প্যানেল মেয়র, বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মাহফুজ বেগম ভানু আসন্ন নির্বাচনে সংরক্ষিত ৪,৫,ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী হিসেবে পৌরসভার বাসীর কাছে দোয়া কামনাও করছেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে বিগত দুই- দুই বার কাউন্সিলর প্রাথী হিসেবে নির্বাচিত হয়ে তার ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের ছোঁয়া দিয়েছেন। তার ওয়ার্ডে তিনি মাদক মুক্ত ও বাল্যবিবাহের প্রতি কঠোর নজরদারি রেখেছেন এমনকি তার ওয়ার্ড বাসীর সকল সেবা নিশ্চিত করতে বিরামহীনভাবে কাজ করে চলেছেন তিনি। তার চেষ্টায়ই ওয়ার্ডে লেগেছে আধুনিকতার ছোঁয়া। র্নিবিঘ্নে তিনি সব সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে ছিলেন, শুনেছেন অসহায় হতদরিদ্র মানুষের কথাগুলো মনোযোগ- সহকারে।

    মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকারের সকল কার্যক্রম সঠিকভাবে পালন করে চলছেন। আর তার এসব উন্নয়নের কর্মকাণ্ডের জন্য সকলেই তার প্রশংসা করেন। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের ও সাধারন জনগণের মনিকোঠায় ঠাঁই পেয়েছেন। আর এসব কারনে আসন্ন নির্বাচনে সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের সাধারণ জনগণ তৃতীয় বারের মতো কাউন্সিলর হিসেবে দেখতে চায় এমনটাই তারা আশা প্রকাশ করেন।

    এছাড়াও পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি জানান,আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব কালীন সময়ে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের ছোঁয়া দিয়েছি, সবসময় অসহায় মানুষের পাশে রয়েছি, দুংখ ও র্দুদিনের সময় সরকারের তহবিল ছাড়াও আমি ব্যাক্তিগতভাবেও অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করছি। আমার ওয়ার্ডে এখন বাকী যতটুকু উন্নয়নের কাজ অসম্পূর্ণ রয়েছে জনগন যদি আবার আমাকে নির্বাচিত করে তাহলে সে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ।

    তিনি তৃতীয় বারের মতো কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করছেন।

    আরও খবর

    Sponsered content