• খেলাধুলা

    জগন্নাথপুর উপজেলার দোস্তপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ (DPL) ফাইনাল ম্যাচ সম্পন্ন

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২০ , ৭:২৮:৪৯ অনলাইন সংস্করণ

    স্পোর্টস রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ  ইউনিয়নে দোস্তপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ (DPL) ফাইনাল ম্যাচ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
    ফাইনালে সুপার সিক্সার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে অল জিনিয়াস ক্লাব শিরোপা জিতে দেয়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বাবুল।সেরা বোলিং করে আসরের বেস্ট বোলার নির্বাচিত হয়েছে রাহেল।
    পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এম, শামসুজ্জামান কবির  খেলোয়ারদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় এলাকার মধু মিয়া, হাজী লেবু মিয়া,মনজু মিয়া, আবু বকর, গুলজার মিয়া আলি হুসাইনসহ স্থানীয় গণমাধ্যমে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content