প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২০ , ১:৩৩:০৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বীজ ব্যবসায়ী ও শুটকি ব্যবসায়ীর কাছ থেকে ১৮০০০ হাজার টাকা টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ ইয়াসির আরাফাত।
জানাযায়, মৎস্য ও খাদ্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ৮ ই ডিসেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে শুটকি শুকনোর অপরাধে জগন্নাথপুর এর মোঃ কমলা মিয়ার নিকট হতে ১০০০০হাজার (দশ হাজার)টাকা ও রানীগঞ্জ বাজার এর আবু বক্কর বীজ ঘর এর ম্যানেজার এর নিকট হতে ৮০০০ হাজর ( আট হাজার) টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার মো: আখতারুজ্জামান, জগন্নাথপুর থানার এসআই মো: শফিকুল ইসলাম,ক্ষেত্র সহকারী মো: রফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন) মো: ইব্রাহিম ইসলাম, ভূমি অফিস ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।