• কৃষি সংবাদ

    জগন্নাথপুরে বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ উদ্বোধন

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ১:৩১:৫৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

    আজ ১৫ ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওর এর পোল্ডার-১ এর আওতাধীন দাসনাগাঁও কুরেরপাড় এলাকায় ৩ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
    পরে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান সহকারী প্রকৌশলী হাসান গাজী, ইউপি সদস্য রনধীর কান্ত নান্টু দাস প্রমূখ । প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্ত নান্টু দাস বলেন, পাউবো’র নীতিমালা অনুযায়ী বাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন করা হবে।
    জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, গতকাল সোমবার আমরা একটি প্রকল্পের বাঁধের কাজ শুরু করেছি। এই প্রকল্পের ১.৫৭৬ কিলোমিটার লম্বা বাঁধের সংস্কার ও নির্মাণ কাজের জন্য ১২ লাখ ৭১ হাজার ৩শ ৬৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের কাজ শেষ করা হবে। আমরা পর্যায়ক্রমে হাওরের অপর প্রকল্পের কাজ শুরু করব।
    জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেদেহী হাসান বলেন, গণশুনানির মাধ্যমে উদ্বোধনী প্রকল্পটির কাজ শুরু হয়েছে। একইভাবে অপর প্রকল্পগুলোর কাজ কমিটির গঠনের মাধ্যমে শুরু হবে। ফসলরক্ষা বাঁধের কাজে কোনো ধরণের অনিয়ম, গাফিলতি ও দুর্নীতি সহ্য করা হবে না।

    আরও খবর

    Sponsered content