• খেলাধুলা

    জগন্নাথপুরের দোস্তপুর আবু সাঈদ স্মৃতি স্পোটিং ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২০ , ১:৩১:৪২ অনলাইন সংস্করণ

    ক্রীড়া প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দোস্তপুর “আবু সাঈদ স্মৃতি স্পোটিং ফুটবল একাডেমির” জার্সি উন্মোচন করা হয়েছে।
    এ সময় কালে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাউথ আফ্রিকা প্রবাসী শামসুজ্জামান কবির, লন্ডন প্রবাসী হাজ্বী মোঃ ইকবাল মিয়া,
    আরো উপস্তিত ছিলেন দোস্তপুর শাহজালাল যুব সংগঠনের নির্বাহী উপদেষ্টা ক্বারি মোঃ আঃ হক, সহ পরিচালক (ক্লাব) জুবেদ আহমেদ, গ্রামের মুরুব্বি মধু মিয়া, সিনিয়র ফুটবল খেলোয়াড় সাব্বির আহমদ ইউসুফ ও গুলজার আহমেদ প্রমুখ।
    এছাড়াও ক্লাবের  সকল ফুটবল প্রেমিরা
    উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content