• নির্বাচন

    গলাচিপার ডাকুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গাজী মোস্তফা কামাল

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২০ , ৬:৫৭:০১ অনলাইন সংস্করণ

    গলাচিপার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী হবেন গাজী মোস্তফা কামাল

    গাজী আসাদুজ্জামান রাকীব, পটুয়াখালী থেকে ফিরে।। গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া ইউনিয়নের সদা হাস্যজ্জল মানুষ গাজী মোস্তফা কামাল যোগ্য চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে, গুঞ্জন শোনা ভোটারদের মধ্যে থেকে।

    আসন্ন আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে গাজী মোস্তফা কামাল -কে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ, উৎস ও উদ্দীপনার মধ্যে দিয়ে এমনটাই আশা প্রকাশ করেন তার ইউনিয়নের জনগণ।

    আসন্ন আগামী ইউপি নির্বাচনে ৬নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ- প্রার্থী হিসেবে সর্বস্তরের ইউনিয়ন বাসীর কাছে দোয়া কামনাও করছেন।

    ইতিমধ্যে সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন গাজী মোস্তফা কামাল । আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই একমাত্র তার লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমণ করতে পারেনি। এসব কারণেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার।

    স্থানীয় ভোটারা সাংবাদিকদের জানান,গাজী মোস্তফা কামাল ছোটবেলা থেকেই মানুষের দু:খ দু’র্দশায় নিজেকে সর্বদা ব্যস্ত রাখতেন। বিবেকের ব্যাকুলতায় যখন যেভাবে পারতেন অসহায়দের পাশে দাড়িয়ে বাড়িয়ে দিতেন সহয়তার কোমল দু’হাত। মানুষের দু:খ-দুর্দশা লাঘবের অক্রিতিম বিবেক বোধ মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধের গভিরতার টানে তিনি নিজেকে জড়িয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে।

    জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতি মিশে আছে তার হৃদয়। সমাজসেবক হিসেবে শাসন শোষনের বৈসম্যের অবসান ঘটিয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাজনৈতিক সকল কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা থাকায় উপজেলা নেতাদের মন করেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় দলীয় সকল কার্যক্রম এর পাশাপাশি ইউনিয়নের সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকায় দেখা যায়। ইউনিয়ন বাসির সেবার পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে তৈরি করেছেন রাজনৈতিক জনপ্রিয়তার শক্তবলায়। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত অনুসারী এবং নেতা-কর্মীদের সুখ দুঃখের খবর নেন তিনি। অনেক বাধা-বিপত্তি এসেছে কিন্তু নিজে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যূত হননি। এগিয়ে চলছেন সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে। রাজনৈতিক অঙ্গনে কাজ করতে গিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের তিনি প্রিয় ইউনিয়ন বাসির স্নেহ-ভালোবাসা পেয়ে ধন্য হয়েছেন। এই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অনেক পরিবারের মাঝে নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতাও করেছেন।

    ডাকুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রাণের দাবী আগত ইউপি নির্বাচনে গাজী মোস্তফা কামাল ভাইকে তারা বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

    এছাড়াও গাজী মোস্তফা কামাল বলেন জননেত্রী শেখ-হাসিনার
    দিক নির্দেশনায় ডাকুয়া ইউনিয়ন এর প্রত্যেকটি ওয়ার্ডে যথাযথ নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে আমার এই ইউনিয়নের যেগুলো অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করবো, গরীব দুংখী অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো,তাদের ন্যায্য চাহিদা পূরণ করবো। ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আমার আহবান ও সবাই’র সহযোগিতা পেলে আমি সারাজীবন তাদের পাশে থেকে উন্নয়ন মূলক প্রতিটি কাজ ইউনিয়ন বাসির জন্য করে যেতে চাই ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content