প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০ , ৫:৩৯:৩৯ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় কানাইঘাট উপজেলায় কাবাডি প্রতিযোগিতা জেলা ক্রীড়া অফিস সিলেট কর্তৃক অদ্য ৩০ডিসেম্বর ২০২০ খ্রী. দুপুর ১১ ঘটিকার সময় কানাইঘাট পাবলিক হাই স্কুল মাঠে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে
আয়োজিত কাবাডী প্রতিযোগীতায় যথাক্রমে ছোটদেশে উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে “কানাইঘাট পাবলিক হাই স্কুল” অপরদিকে রানার্সআপ দলের সম্মান অর্জন করে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়।
পরবর্তীতে চ্যাম্পিয়ান ও রানার্সআপ বিজয় দলের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ নূর হোসেন জেলা ক্রীড়া অফিসার সিলেট এর সভাপতিত্বে ও কানাইঘাট পাব্লিক হাইস্কুলের সহকারী শিক্ষক হেলাল আহমদ ও গোলাম কিবরিয়া যৌথ পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি- কানাইঘাট পাবলিক হাই স্কুল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াহইয়া প্রধান শিক্ষক কানাইঘাট পাবলিক হাইস্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সমর চন্দ্র দাস সহকারী শিক্ষক কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা বৃন্দ ও কানাইঘাট পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক জনাব মিঠুন চৌধুরী।