• সম্পাদকীয়

    অনলাইন নিউজ পোর্টাল হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২০ , ৭:৪৩:৪৮ অনলাইন সংস্করণ

    সিলেট প্রতিনিধিঃ– পুন্যভূমি সিলেটে পালিত হলো শাহজালাল শাহপরানের মাটি থেকে প্রকাশিত সিলেট শাহজালাল উপশহর চার কলম সৈনিকে নিয়ে প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের পঞ্চম বর্ষে পদার্পন ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। বর্ষপুর্তি উপলক্ষে ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের জিন্দাবাজার গোল্ডেন সিটি ইন দ্বিতীয় তলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম জেলার সাধারণ সম্পাদক সম্পাদক ও হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা প্রভাষক ডাঃ আক্তার হোসেন সভাপতিত্বে ও হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্টিতব্য অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান্ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজিবি সমিতির সিনিয়র সদস্য, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরের কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম।

    বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ৪নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ আফসর আহমদ, মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, এডঃ আজমল আলী, এডঃ আব্ব্বাস উদ্দিন, কামাল উদ্দিন, এইচ আর সুমন, কাজী জুবের, ইমরান আহমদ,
    আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সাংবাদিকই পারে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা তার লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে। সাংবাদিকতার পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। এ পেশায় থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা দূরূহ ব্যাপার। সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই। তবুও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে।

    সেই সাথে বক্তারা আরো বলেন,সমাজে পিছিয়ে পরা, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাঙামাটিতে হোটেল সুফিয়ার হল রুমে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর “সত্যর পথে নিরন্তর পথচলা স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম কাজ করে যাচ্ছে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম। ন্যায়ের আর সত্যের পক্ষে অবিচল আর হার না মানা দৃঢ়তা নিয়ে সকল বাধাকে শক্তিতে রুপান্তরিত করে সাধারন নিপীড়িত মানুষের আখাংকা আর জনপ্রিয়তার প্রতিফলনে ১৮ ডিসেম্বর ২০২০ ইংরেজী চতুর্থ বর্ষ পেরিয়ে পন্চম বর্ষে পদার্পণ করছে স্বগৌরবে। বৈষম্যের অবসান নিরসনে পত্রিকাটি যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ভাবে ভবিষ্যতেও কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্টানের শুরুতে তেলাওয়াত করেন ইউসুফ আল আজাদ স্বাগত বক্তব্য প্রদান করেন হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবি হাফিজুল ইসলাম লস্কর।

    আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে হলিবিডি টোয়েন্টিফোর ডটকম’র পন্চম বর্ষে পদার্পন ও চতুর্থ বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

    আরও খবর

    Sponsered content