• লিড

    সুস্থ ধারার সংস্কৃতিকে অব্যাহত রাখতে যাত্রা শুরু করলো সিলেট আর্ট প্রোডাকশন

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৬:২০:১৪ অনলাইন সংস্করণ

    ফারজানা মৃদুলা: গতকাল শুক্রবার ১৩ই নভেম্বর ২০২০ইংরেজী সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট নগরীর আম্বরখানাস্থ অভিজাত রেস্টুরেন্ট ব্রিটানিয়ায় কেক কেটে যাত্রা শুরু করে সিলেট আর্ট প্রোডাকশন ।

    সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সুষ্ঠ ধারা ও সুন্দর চিন্তা চেতনাকে আরো সমৃদ্ধ করতে
    এই প্রোডাকশনের উদ্যোগ নেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আফজাল হোসেন, এডভোকেট কামরুল হাসান, আফছার উদ্দিন আহমদ ওয়েছ, সন্জয় আচার্য্য,ও মোয়াজ্জেম আনাম।

    প্রোডাকশনের কর্ণধার আফজাল হোসেনের পরিচালনায় ও এডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব জালাল উদ্দিন ভূঁইয়া মুকুল, নাট্যকর্মী সালেহ নাহিদ, অভিনেতা আব্দুল হাকিম রুবেল, দেশ থিয়েটারের সভাপতি মোঃ কামাল আহমেদ দূর্জয়,শাহনুর ইসলাম সুমেল,
    নাট্যকর্মী ও সাংবাদিক ফারজানা মৃদুলা, নাট্যর্মী ফারিয়া আক্তার, এ এম রুবেল, শাহনুর ইসলাম সুমেল,জিয়াদ জুবাহরী, নাট্যকার ও অভিনেতা মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার, উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুর রহমান, আমজাদ হোসাইন, ও নাট্যকর্মী এনামুল হক।

    পরিচাক বৃন্দ তাদের বক্তব্য বলেন, এই প্রোডাকশনের যাত্রা শুরু করে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মধ্যদিয়ে সিলেটের সংস্কৃতিক জগতকে শিক্ষা মূলক ও ভালো কিছু উপহার দিতে চায় তারা। এবং সর্বস্তরের মানুষের সহযোগীতা নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়াই তাদের মূল প্রয়াস ।
    আসছে নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্যে চমক নিয়ে হাজির হচ্ছে সিলেট আর্ট প্রোডাকশন।

    আরও খবর

    Sponsered content