প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৭:৫০:৫৫ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি’র অভিযানে (ভারতীয় মদ, বিয়ার এবং নাসির বিড়ি) – সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বাগানবাড়ী বিওপির টহল দল ৯ নভেম্বর সোমবার দুই ঘটিকায় সীমান্ত পিলার ১২২৬/১৩-টি এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে (১৪পিস) (৫৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে বিজিবি, যার আনুমানিক মূল্য ২৩,৮০০/- টাকা।
অপরদিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চিনাকান্দি বিওপির টহল দল ৮ নভেম্বর রবিবার ১২: ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক মূল্য ২২,৫০০/- টাকা।
একয় দিনে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল ৮ নভেম্বর রবিবার ১২: ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে (৩)বোতল ভারতীয় মদ এবং (১২)বোতল বিয়ার আটক করে বিজিবি, যার আনুমানিক মূল্য ৭,৫০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃমেসবাহ উদ্দীন রাসেল জানান।
আটককৃত ভারতীয় মদ, বিয়ার ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।