• সংবর্ধনা / উদ্বোধন

    সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক মহিবুর রেজাকে সংবর্ধনা প্রদান

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৫:০১:৪৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের আয়োজন পত্রিকা, নতুন আলো নিউজ ২৪ ডঢ কম এর সুুনামগঞ্জ প্রতিনিধি মুহিবুর রেজা তালুকদার টুনু লন্ডন ভিত্তিক “আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম” এর প্রাথমিক সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ ২য় তলায় মোহনা টিভি কার্যলয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কে এম শহীদুল,নির্বাহী সদস্য লিটন খাঁন প্রমুখ।
    নেতৃবৃন্দরা মহিবুর রেজা টুনুকে অভিনন্দন জানিয়ে বলেন টুনু তার মেধা,প্রজ্ঞা ও কর্মদক্ষতা দিয়ে সুনামগঞ্জের মাটি ও অসহায় মানুষের কল্যাণে যেখানে অনাচার অত্যাচার আর নির্যাতনের ঘটনা ঘটবে তার পবিত্র কলমের কালি সব সময় সত্যর পক্ষে অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গণমাধ্যমকর্মীরা সমাজের চোখের আয়না জাতির বিবেক তাই একজন কলম সৈনিক সব সময় দলমনের উধের্ব থেকে সাদা চোখে সংবাদ প্রচার করবে তাতে সমাজ কিংবা রাষ্ট্র উপকৃত হবে।

    আরও খবর

    Sponsered content